top of page

হায় বসন্ত তুমি কতদূর

  • Sadia Afsari
  • May 6, 2023
  • 1 min read


কালের মতো দিন দিন মলিন হচ্ছি আমিও। তবে কি হেমন্তের শেষে ধেয়ে আসছে রুক্ষ শীত?

হায় বসন্ত তুমি কতদূর। রুক্ষতার কত দেশ পরে তোমার বসবাস। বরাবরই আমি তোমাকে চাই,

অথচ বারবারই নিজেকে খুঁজে পাই পৌষ মাঘের ক্রান্তিক্ষণে। হায় বসন্ত তুমি কতদূর।

এক চিমটি ভালোবাসার খুঁজে, আমি বিষন্ন এক মুসাফির কালের মরু দুপায়ে দলি।

তোমার সামান্য স্পর্শের তরে,পাড়ি দিই গ্রীষ্মের দেশ তেজোদ্দীপ্ত সূর্যের পৃথিবীর পথ।

হায় বসন্ত তুমি কতদূর। কত শূন্যতার পরে তোমার বাস

কত অপেক্ষা শেষে তুমি দেখা দিবে, আমার স্বপ্নগুলো ঘোর কুয়াশায় ডেকে যায়।


মস্তিষ্ক আমার ঢাকা নগরী, যানজট ধুলাবালি হাহাকারময়। পার্কগুলো ডেকে গেছে ঘোর কুয়াশায়।

ইট বালির শহরের মতো জীবন আমার। ভরে গেছে হতাশা, নিরাশা বিষন্নতায়

হায় বসন্ত তুমি কতদূর। প্রিয় স্পর্শের কতকাল বাকি; আমার হেমন্তের প্রাচুর্য যায় পুরে যায়।

প্রিয় ললনার ফুল ফোটা হাত, প্রিয় মহুর্তের এক সুরা গান; টান টান মান অভিমান।

প্রেম মিলনের রঙিলা কাল, হে বসন্ত তুমি কত দূর। আগমনের আর কতপথ বাকি?

সাগ্রহে বরে নিব রুক্ষ শীত। এক চিমটি প্রিয় মহুর্তের লোভে

কেটে যাবে এ-সময়, মুচে যাবে রুক্ষতা, ভুলে যাব মনের গাঢ় ঘোর কুয়াশা।

হে বসন্ত তুমি কতদূর, মধুক্ষণ বাসরের কতকাল বাকি। আমার হেমন্তের প্রাচুর্য ডাকে অবেলায়।


Author-

Hasan Mahmud Bajro

Student: Feni Government College

4th Year, Management Department

Email: writer.hasanmahmud@gmail.com

Feni Sador, Feni

Refance:304

 
 
 

Comments


bottom of page