top of page

ত্রিতল জীবন

  • Sadia Afsari
  • May 6, 2023
  • 1 min read


ত্রিতল জীবন। নিচ তলা স্বপ্নলোক

কোলের ওমে কেটে যাওয়া দিন

মায়ের পরশে মুছে যাওয়া রাত

বাবার আঙুল ধরে হেঁটে চলা পথ

দাদুর আহ্লাদে ফুলে উঠা বুক।

চাচার কাঁধের সোফা থেকে নেমে

কেমন করে, কখন যে দ্বিতলে উঠে আসি

সিঁড়ি ভাঙা সময়টা মনে পড়ে না।


দ্বিতলে রোদের যৌবন; চাকচিক্য দুপুর

ফাগুন বিদিশার বুক বসন্ত বন।

হাওয়া উঠে, দুলে বুক, দুলে মন। ফুটে ফুল

কখনো মেঘ জমে। হঠাৎ উঠে ঝড় কালবৈশাখীর

মাথার উপর তপ্ত দুপুর বয়ে যায়।

ক্ষয়ে যায় দুপুরের রঙিন প্রচ্ছদ

বিষন্ন মেঘে ডেকে যায় দিন।

স্বপ্নরা রঙিন ফেখম মেলে, চোখের পাতায় মিশে রয়।

এখানে রোদের যৌবন। উপরে সূর্য পুড়ে যায়।


জ্বলন্ত সূর্য বুকে পুষে, সিঁড়ি ভাঙি রোজ

নেতিয়ে পড়া দিনের শরীর, নিবে যাওয়া রোদ

আমার গোধূলি বেলা, ত্রিতলে হেসে রয়

বেলা শেষ বেলা শেষ, এখন ক্রান্তিকাল

আকাশের সিঁড়ি হেঁকে যায়।

বুকের সূর্য জেগে থাকে বুকে

আমার সূর্য নিভে যায়।

আকাশের সিঁড়ি পথ আমাকে নিয়ে যায়।



Author-

Hasan Mahmud Bajro

Student: Feni Government College

4th Year, Management Department

Email: writer.hasanmahmud@gmail.com

Feni Sador, Feni

Refance:304

 
 
 

Comentarios


bottom of page