কবিতা : মনোবুলি
- শময়িতা দিয়া
- May 5, 2023
- 1 min read

নের যত কথা বলিতে পারি না তথা লুকিয়ে রাখি মনের গহীনে সেথা থাকে হৃদয় আসনে। কবে সেথা প্রকাশ পাবে মনের ইচ্ছা পূরন হবে আক্ষেপ যেনো শেষ হয় না আত্মা টা ভরসা পায় না। কখন পূর্ণ হবে সব কথা ধ্বংস হবে আদিম কালের প্রথা স্বর্গ সুখ থাকবে সবার মনে জীবন যেন শেষ হবে সময়ের ক্ষনে।
AUTHOR
সানজিদা আক্তার স্বর্না
Comments