top of page

কবিতাঃ অজ্ঞ

  • Writer: শময়িতা দিয়া
    শময়িতা দিয়া
  • May 8, 2023
  • 1 min read

মাঝে-মাঝে কৌতূহলে চোখ বুজে ধ্যানে বসে আমার রুপে আমিই মুগ্ধ হই, সৃষ্টিকর্তা কি দিয়ে করলেন মোরে সৃষ্টি! দিলেন কত সুন্দর কায়া,হাত-পা,চুল,দৃষ্টি, সুন্দর কারুকার্যে শোভিত পুরো শরীরটি। দু'পা সাথে যা দিয়ে দুনিয়াতে আসা তা, এর উপরে আছে পেট-পিঠ,মুখ ও মাথা, মন-মস্তিষ্ক,আত্মা,আরো দিলেন কত কি! সৃষ্টিকর্তা কেন করলেন মোরে সৃষ্টি! আমি চিন্তায় বিভোর হই, তাঁর কাজ বুঝতে অধীর হই, সৃষ্টি করলেন কেন মোরে উত্তর খুঁজে ব্যস্ত রই, কিছুই বুঝতে পারিনা আমার যে ক্ষীণ জ্ঞানশক্তি। আমার যত চিন্তা তাঁর সৃষ্টি ঘেরা, সেই চিন্তা কেনইবা আমি তা জানিনা তিঁনি আমার সাথে নাকি অনেক দূরে, আমার সব কি দেখেন তিঁনি, দেখলে পাপ করলে কেন দেন না শাস্তি, পূণ্য করলে সাথে-সাথ পুরস্কার, আমি জানিনা সৃষ্টিকর্তার গোপনীয়তা এখানে কি! তবে সৃষ্টিকর্তার স্রষ্ট্রাগুণে মুগ্ধ আমি, আমি চাই জগতে তাকেই ভালোবেসে থাকি, তিনি কি আমাকে ভালোবাসতে দিবেন, যদিও জানিনা মহান স্রষ্টার- ভালোবাসা পাওয়ার সঠিক পন্থা কি!


AUTHOR

হামিদা আব্বাসী শিক্ষার্থী, এমবিএ ​ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট

Comments


bottom of page