top of page

আত্মসমর্পণ

  • Sadia Afsari
  • May 5, 2023
  • 1 min read


দুনিয়ায় আঁধারে জীবন টাঙিয়ে দিলাম

নিষিদ্ধ প্রেমে আত্মাহুতি দিয়ে বেঁচে থাকি

ফ্যাকাশে দিনগুলো রৌদ্রছায়ায় কেটে যায়

রাতগুলো নির্ঘুম কাটে, আত্মগ্লানি উষ্ণ ছায়ে।

অথচ, আমি পৃথিবীর আলোয় ফিরতে চাই।

পৃথিবীর প্রেম নিষিদ্ধ হোক অভিশপ্ত আঁধারে না জড়াক জীবন

অসঙ্গতির অনুভূতিগুলো না ফিরুক মনের ক্যানভাসে।

নিষিদ্ধ ভালোলাগা ধূসর হয়ে নিভে যাক

প্রতিবার আমি সমৃদ্ধির পথে চলতে চাই।

হে আমার অস্তিত্ব, অবয়ব নির্মাতা

তোমার অপছন্দগুলোয় আমারও অপছন্দের

অথচ, আমি স্বেচ্ছায় জড়িয়ে যাই সেসবে।

আমার অত্যাচারের হাত থেকে আমায় রক্ষা করো

আমার কালো আত্মার মৃত্যু দাও,

শুভ্র আত্মাকে উজ্জীবিত করো, শক্তি দাও।

তোমার অসীম ক্ষমতায় এই

আমার নির্দ্বিধায় আত্মসমর্পণ।



Author-

হাসান মাহমুদ বজ্র

শিক্ষার্থী: ফেনী সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ, (৪র্থ বর্ষ)

ইমেইল: writer.hasanmahmud@gmail.com


 
 
 

Comments


bottom of page